শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ ডিসেম্বর বলা হলেও মুলত ২৫শে মার্চ থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। হানাদার বাহিনীর বুঝার বাকি ছিল না যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। তাই তারা বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধা শূণ্য করার জন্য ১৪ ডিসেম্বর বেছে বেছে দেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করেছে। এছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান সাহান পারভেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান গামা, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রবিউল গনি, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা ইন্সটেক্টর কর্মকর্তা আবুল বাকী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য্য তুলে ধরেন।
ক্যাপশনঃ- দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও মারুফ হাসান। ছবি-প্রতিনিধি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত