বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৫, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: গত সোমবার দুপুরে উপজেলার পাড়িয়া ইউপির ফকিরভিটা নামক এলাকায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নীলগাইটিকে ধরতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

জানা যায়, গত সোমবার দুপুর ১টার দিকে শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।

পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে খোঁজা শুরু করে। এলাকাবাসীর সহায়তায় দুপুর ৩ টার দিকে নীলগাইটি উদ্ধার করা হয়। বর্তমানে কান্তিভিটা বিওপিতে একটি গাছের সাথে শক্তিশালী নীলগাইটিকে বেধে রাখা হয়। এ নীলগাইটিকে দেখতে শত শত মানুষের ভিড় দেখা গেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, নীলগাইটি বর্তমানে সুস্থ্য রয়েছে। মঙ্গলবার বিকালে
নীলগাইটি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত