আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি :
উত্তরবঙ্গে ঠাকুরগাঁও -১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পায়ে স্যান্ডেল পরনে লুঙ্গি গায়ে হাফ হাতা গেঞ্জি, এই পোষাকেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সাধারণ মানুষের সাথে কিভাবে মিশে চলতে হয় সেটি ভালো করে জানেন ঠাকুরগাঁও-১ আসনের এ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । অনেকেই ছবি তোলার জন্য ক্যামেরার সামনে গা ভাসান কিন্তু এমপি রমেশ চন্দ্র সেন চলাফেরার স্টাইলটা একেবারে সাদামাটা অন্যদের থেকে আলাদা। প্রতিদিন এলাকায় গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়ন সফলতার লিফলেট বিতরণ করছেন তিনি।
ঠাকুরগাঁও সদর থানা,ভুল্লি থানা ও রুহিয়া থানা এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মাঝি হিসাবে আবারো রমেশ চন্দ্র সেনকেই দেখতে চায় তৃণমূল আওয়ামী লীগসহ নির্বাচনী এলাকার সাধারণ মানুষজন। ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন সংসদ সদস্য তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। উপনির্বাচনটি হয়েছিল উক্ত আসনের সাংসদ খাদেমুল ইসলাম ১৭ ডিসেম্বর ১৯৯৬ সালে মৃত্যুবরণ করার কারণে।এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয়বার, ২০১৪ সালে ৩য় বার এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৪র্থ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। রমেশ চন্দ্র সেন বাংলা ১৩৪৭ সালের ২ বৈশাখ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে বি,কম পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কস্ট একাউন্টিং বিষয়ে ১৯৬৪ সালে এম,কম (প্রথম পর্ব) অধ্যায়ন করেন।
তিনি ছাত্র জীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ৬০’র দশকে রুহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার সময় থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৬৯ সালে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং ১৯৯০ সালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০০৫ সাল থেকে অদ্যাবধি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সরকারের কেবিনেট সদস্য এবং একই সাথে তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) এর নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ঠাকুরগাঁও-১ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর এর বাড়ির এলাকায় আওয়ামী লীগের শক্ত অবস্থান ও ঘাটি তৈরি করতে রমেশ চন্দ্র সেন নিয়েছেন বেশ কিছু কৌশলী ভূমিকা। সাধারণ জনগণের নিকট আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে তৃণমূল আওয়ামীলীগকে সাথে নিয়ে ছুটে চলেছেন নির্বাচনী এলাকায়। নিজেকে জনগণের কাতারে নামিয়ে এনে কখনো কৃষক কখনও শ্রমিক বেশে কখনো পরিবারের আপনজন দলীয় নেতা কর্মীদের আস্থার প্রতীক সব ভূমিকায় নিজেকে উপস্থাপন করেছেন তিনি।
এই সংসদ সদস্য তার স্বভাবজাত গুণের কারণে খুব সহজে সাধারণ মানুষের সাথে মিশতে পারেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরা দলীয় কর্মসূচী পালনে তিনি একের পর এক উঠান বৈঠকের আয়োজন করে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতার কথাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী ২২টি ইউনিয়নে ও ১টি পৌরসভা গণসংযোগ করছেন এবং সরকারের উন্নয়ন সফলতা লিফলেটের মাধ্যমে প্রচার করছেন।ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মাঝি হিসাবে আবারো রমেশ চন্দ্র সেনকেই দেখতে চায় তৃণমূল আওয়ামী লীগসহ নির্বাচনী এলাকার সাধারণ মানুষজন।