পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:পার্বতীপুর শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের কেরানি স্বপন কুমার পাল (৫২) গলায় রশি দিয়ে আজ বুধবার বিকেল ৫ টার দিকে অফিস কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নৈশ প্রহরী বাহাদুর সন্ধ্যার আগে স্কুলে প্রবেশ করে এবং অফিস কক্ষের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় স্বপনকে দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।
তবে, এলাকাসূত্রে জানা যায়, শহরের মোজাফফর নগর মহল্লার নগেন্দ্রনাথ পালের পুত্র স্বপন অনেক অভাবী মানুষ ছিলেন এবং তার বেশ কিছু সুদসম্বলিত ঋণ ছিল। তার স্ত্রী ও একমাত্র কলেজ পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজ মোহাম্মদ রায়হান জানান, ঘটনাস্থলে লাশের কাছে আছি। এ সংবাদ পাঠানো পর্যন্ত লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলছিল।