সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ৪

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই অটোচার্জারের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর -২০২৩) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহী হিমাগার সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চার্জার ভ্যান চালক উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের নবীর উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৮),
অটো চালক মোহম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল জলিল (৫০), অটো যাত্রী নীলফামারী জেলার পাকেরহাট সোনারা ডাঙ্গাপাড়া গ্রামের মো:অফসার আলীর ছেলে মো:আব্দুর রহিম (৩০) ও ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন (১৮)। স্থানীয় ও প্রদক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-পঞ্চগড় মহাসড়ক উপর অটো ও আলু বোঝাই চার্জার ভ্যানকে বিপরীত মুখী দূরত্বগামী একটি ট্রাক ধাক্কা দেয়ে। এতে অটোচার্জা দুটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় ৪ জন আহত হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত