দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তরুণীকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা, আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
১৯ নভেম্বর পুলিশ সুপার কার্যালয়ে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এর হাতে স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ, অফিস সহকারী মিনা দাস প্রমুখ।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান-এর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গুচ্ছ গ্রামের তরুণীকে গণধর্ষণ ন্যাক্কারজনক ঘটনা।
মহিলা পরিষদ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায়। অপরাধী যতই ক্ষমতাধর হোক আইনের উর্দ্ধে নয়। এ ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়া এবং প্রশাসনের উদাসীনতার কারণে এই ভয়াবহ কর্মবর্ধমানতা নারীর সম্ভ্রম এভাবে ভুলণ্ঠিত হতে থাকলে সমাজে উন্নয়নের শ্রোতধারা বাধাপ্রাপ্ত হবে।
মহিলা পরিষদ মনে করে, এ জাতীয় অপকর্মের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত হলেই তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধর্ষণের সঙ্গে যারাই জড়িত থাকুকনা কেন সবাইকে আইনের মাধ্যমে দ্রæত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ চিরিরবন্দর উপজেলায় ঘটে যাওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত, সকল অপরাধীকে দ্রæত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, ভিকটিমের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান স্মারকলিপিতে।