বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ৭ নং ওয়ার্ডের নখাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২০-২০২১ অর্থ বছরের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।২২ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত ওয়ার্ড সভায় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, প্রভাষক মো: রবিউল ইসলাম, নখাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি : বাবুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ওবাইদুল হক, সংরক্ষিত মহিলা (৭,৮,৯) ইউপি সদস্য মোছা: হোসনে আরা, তারা পদ মাষ্টার, পলী চিকিৎসক হরেন্দ্রনাথ রায়,তফিউল ইসলাম, কৌশল রায়,গ্রামপুলিশ সামিউল ইসলাম,কমল চন্দ্র রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ-শিশুরা। এসময় সংক্ষিপ্ত আলোচনা ও ওয়ার্ড সভার মাধ্যমে নখাপাড়া,দক্ষিণ সাহাপাড়া,দক্ষিণ নখাপাড়া, চৌধুরীপাড়া তেলিপাড়া, মেম্বারপাড়া, পশ্চিমপাড়া এলাকাবাসীর মতামতের ভিত্তিতে অত্র ওয়ার্ডের সর্বসাধারণ মানুষ এবং এলাকার সার্বিক উন্নয়নে পরামর্শ দিয়ে সহযোগীতা করার লক্ষ্যে উপস্থিতিদের বিভিন্ন ধরনের গুরুত্ববহ মতামতের দাবী গ্রহন করা হয় ও উলেখযোগ্য বিষয়াদি পর্যালোচনা করে আগামীতে লক্ষ্যমাত্রা নির্ধারন এবং প্রকল্পের মাধ্যমে সরকারীভাবে বাজেট বাস্তবায়িত করা হবে মর্মে জানানো হয়।