তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ার ভজনপুরে পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক থেকে চুরি হয়ে যাওয়া ১০ চাকার ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে চুরি হওয়া ট্রাকটি দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সজিব হোসেন (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ট্রাক উদ্ধারসহ গ্রেফতার বিষয়টি নিয়ে সাংবাদিকদের তেঁতুলিয়া মডেল থানায় প্রেস বিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমির হোসেন । তিনি জানান, গত ১৯ নভেম্বর রাতে তেঁতুলিয়ার ভজনপুর বাজারের প্রেট্রোল পাম্পের সামনে ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩ নাম্বারের দশ চাকার ট্রাকটি মহাসড়কে রেখে চালক বাসায় যান। পরের দিন সকাল ৮টার সময় ঘটনাস্থলে এসে দেখেন ট্রাকটি নেই।
পরে ট্রাকটির মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডি মুলে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার রাত ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় সজীব হোসেন (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে বগুড়া শাজাহানপুর উপজেলার জামাদার পুকুর গ্রামের বাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা হয়েছে।
ট্রাক মালিক সমারু জানান, রাতে ট্রাকটি পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে রেখে চালক বাসায় যান। পরে সকালে এসে দেখেন ট্রাকটি সেখানে নেই। পরে বিষয়টি পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে অবগত করেন। সবার পরামর্শে থানায় অভিযোগ করলে পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার হওয়ায় আমি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী, এসআই তপন কুমার রায়, জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ।