বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় আ: খালেক সম্পত্তি উদ্ধার ও জানমালের নিরাপত্তার দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৩, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

আপন ভাই ও ভাতিজাদের হাত থেকে ৬ দশমিক ৪৩ একর সম্পত্তি উদ্ধার এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবীতে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মো: আব্দুল খালেক।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিরল উপজেলার দারইল (মন্ডলপাড়া) গ্রামের মরহুম বাদাম মন্ডলের পুত্র মো: আব্দুল খালেক।
আয়োজিত সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা: নাসিমা বেগম। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাই ও ভাতিজারা আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৬ দশমিক ৪৩ একর জমি এলাকার কিছু সন্ত্রাসী ও আইন অমান্যকারী ব্যক্তির পরস্পর যোগসাজসে গ্রাস করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে আমার প্রাপ্য জমি ও বাড়ী ভিটা হইতে চিরতরে উচ্ছেদ করতে মামলা, হামলা ও জানমালের ব্যাপক ক্ষতির হুমকি দিচ্ছে। তারা আমাকে শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্থ করছে। সন্ত্রাসীদের দ্বারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলে লাশ গুম করবে বলে নানান রকমের ভয়ভীতি দেখাচ্ছে।
লিখিত বক্তব্যে জানান, বিরল উপজেলার জে এল নং ৭৮, মৌজা- দারইল, (১) খতিয়ান নং ৯১ এর ৫৮৭ নং দাগে ১৮ শতক, ৫৮২ নং দাগে ১১ শতক, ৫৭৭ এর বাটা ৬৭১ নং দাগে ১৫ শতক, ১১০৪ নং দাগে ৪১ শতক, (২) খতিয়ান নং ২৮ এর ৫৮০ নং দাগে ৭৩ শতক, (৩) খতিয়ান নং ৩৯৪ এর ১৩৫৫ নং দাগে ৩২ শতক, ১৩৬৯ নং দাগে ৪৮ শতক, (৪) খতিয়ান নং ৩৭৪ এর ১৩৫৩ নং দাগে ০৪ শতক, ১৩৭০ নং দাগে ২২ শতক, (৫) খতিয়ান নং ৩৫২ এর ৬৫১ নং দাগে ১৭ শতক, ৬১৮ নং দাগে ১৬ শতক, ৬১৯ নং দাগে ১৬ শতক, ৬৫৩ নং দাগে ২১ শতক, (৬) খতিয়ান নং ৬৬ এর ১৩৭১ নং দাগে ৮৭ শতক, (৭) খতিয়ান নং ৭৩ এর ৬১৭ নং দাগে ৭৬ শতক, ১৪৯২ নং দাগে ৮৮ শতক, ১৩৬৬ নং দাগে সাড়ে ৪৭ শতক, ১৩৬৫ নং দাগে সাড়ে ১০ শতকসহ মোট ৬.৪৩ একর জমি আমার মরহুম পিতা বাদাম মন্ডল এর নিজ নামীয় রেকর্ডভূক্ত সম্পত্তি। মরহুম বাদাম মন্ডল এক স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে ওয়ারিশ রেখে আনুমানিক ১৯৭৩ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন ।
আমার পৈত্রিক বসতবাড়ীতে অবস্থান করাকালিন সময়ে ওই জমি জোবরদখলের জন্য আমার ভাই আব্দুল মালেক, সৎ ভাই মরহুম ইছা মোহাম্মদ‘র পুত্র মো: বাবুল হোসেন, জামিরুল ইসলাম বেপোরোয়া হয়ে উঠে এবং আমার ও আমার পরিবারের সদস্যদের উপর নানান ধরনের নির্যাতন শুরু করে দেয়। এরপরে আমি আমার ব্যবহৃত বাড়ীটি মো তাজমুলের নিকট মৌখিকভাবে ২ লাখ টাকা মূল্য নির্ধারণ করো নগদ ২৯ হাজার টাকা বুঝে নিয়ে তাকে বাড়ীর স্বত্ত¡ দখল হস্তান্তর করে অন্যত্র চলে যাই। আমি পৈত্রিক ভিটা হইতে অন্যত্র চলিয়া যাওয়ার সুযোগে বিবাদীগণ আমার পৈত্রিক সম্পত্তি সমুদয় সুকৌশলে বিক্রি করে দেয়। এব্যাপারে প্রাপ্য অংশের জন্য দিনাজপুর জেলার বিরল সহকারী জজ আদালতে ৫১/২০০৭ নং বাটোয়ারা মোকদ্দমা আননয়ন করি। উক্ত মোকদ্দমা আনয়ন করার পর আমি গত ০৩/০৩/১৭ আমার পৈত্রিক বাড়ীতে গেলে সকল বিবাদীগণ আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখাইয়া ১০০ টাকা মূল্যমানের ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে নেয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি আমার পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপিসহ মানবাধিকার সংগঠনের দারস্থ হয়েছি। তারা আমাকে আইনগত সহযোগিতা প্রদানের জন্য জেলা পুলিশ সুপার বরাবরে সুপারিশ করেন। কিন্তু জমিদখলদের চতুরতায় আমি ন্যায় বিচার বঞ্চিত হতে চলেছি। আমি ন্যায় বিচারের আশায় দিনাজপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখন চরম হতাশার মাঝে জমিদখলদার সন্ত্রাসীগণের হুমকীতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র কাছে আমার সম্পত্তি উদ্ধার এবং জীবন রক্ষার জন্য সাহায্য চাই। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী  পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

বীরগঞ্জে সাত মামলার পলাতক আসামী গ্রেফতার

বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা বন্ধের দাবিতে স্বারকলিপি

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

বাঙালীর সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মদের কাছে বাড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম

তেঁতুলিয়ায় পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের অর্থদন্ড