বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১১, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ
মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী  পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ শ্রী মোহন সরেন নামে এক সাওতাল আদিবাসী, তার মা সরলা মুরমুর জমি ফিরে ৩৬ বছর থেকে সরকারের সাথে আইনী লাড়াই চালিয়ে জমি পেলেও, স্থানীয় কতিপয় ব্যাক্তি জন্য এখনো শান্তিপূর্ন ভাবে দখল ভোগ করতে পারছেনা সেই জমি। এখন নতুন কওে শুরু হয়েছে আবারো আইনী লড়াই।
স্থানীয় ব্যাক্তিরা জমির মালিকানা দাবী করে জমিতে হাল চাষ করতে বাধা প্রধান করেছে শ্রী মোহন সরেনকে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি গ্রামে।
এদিকে দির্ঘদিন আইনী লড়াই চালিয়ে আসতে শেষ হয়েছে শ্রী মোহন সরেনের সংসারের গরু-ছাগল গৃহপালতি পশু সবেই গেছে মামলার খরছ যোগাতে। এত কিছুর পরে যখন সরকারের নিকট থেকে জমির মালিকানা ফিরে পেয়েছেন, তখন নতুন করে এই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন উপজেলার খাজার গ্রামের মোস্তাফিজুর রহমান দুলাল নামে এক ব্যাক্তি।
শ্রী মোহন সরেনের অভিযোগ কওে বলেন জমি হালচাষ দিতে প্রায় সময় বাধা প্রদান করছেন মোস্তাফিজুর রহমান দুলাল।
এদিকে এবিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান দুলাল দাবী করে বলেন, তিনি রেকডিও মালিকের ছেলের নিকট থেকে আমমোক্তার নামা দলিল বলে এই জমির মালিকানা পেয়েছেন, বর্তমানে দিনাজপুর জজ আদালতে মামলা চলমান আছে বলে তিনি দাবী করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও