শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর শহরের বাড়ি থেকে বিষধর ‘পদ্ম গোখরা’ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৫, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

দিনাজপুর শহরের উপশহর এলাকার এক বাড়ী থেকে বিষধর পদ্ম গোখরা সাপ ধরা পড়েছে। তবে কেউ বলছেন এটি মাছুয়া সাপ। কৌশলে সাপটিকে বয়ামে ভরে রাখেন ওই বাড়ীওয়ালা। শনিবার ওই সাপটি দেখতে ওই বাড়ীতে ভীড় করেন স্থানীয়রা। তবে বনবিভাগের কর্মকর্তা বললেন এটি বিষধর পদ্ম গোখরা সাপ।
শনিবার দুপুরে দিনাজপুরের সামাজিক বনবিভাগের কমকর্তাদের মাধ্যমে বনে উন্মুক্ত করতে সাপটি হস্তান্তর করেছেন শিক্ষক রাশিদুল হাসান কচি।
এই বন্য প্রানী সাপটিকে মারতে চান না এ কারণে দিনাজপুরের প্রাণিসম্পদ অফিসে অথবা বনবিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান দিনাজপুর শহরের উপশহর ১নং বøকের ডায়াবেটিক হাসপাতাল এলাকার বিএড কলেজের প্রভাষক রাশিদুল হাসান কচি।
কলেজের প্রভাষক রাশিদুল হাসান কচি জানান, শুক্রবার নিজ বাড়ীর দরজার পাশের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করার সময় সাপটি দেখতে পান। ভয়ে এসময় সাপটির মাঝখানে আঘাত করলে সাপটি একটু দূর্বল হয়ে পড়ে। পরে তিনি ও তার ছেলে তানজিরুল হাসান আবির সাপটিকে লাঠি দিয়ে কৌশলে প্লাস্টিকের বয়ামে ভরে রাখেন। দেখে মনে হয় এটি বিষধর পদ্ম গোখরা। তিনি আরও জানান, বন্য এই প্রানী সাপটিকে তিনি মারতে চান না এ কারণে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে ৯৯৯ নম্বরে ফোন দেন। সেখান থেকে তিনটি মোবাইল নম্বর দেওয়া হয়। পরে যোগাযোগ করলে তিনটি নম্বরের কাউকেই পাওয়া যায়নি। পরে শনিবার বনবিভাগের কর্মকর্তার সাথে কথা হয় এবং তারা এসে সাপটি নিয়ে যায়।
এ ব্যাপারে দিনাজপুর সদর বনবীট কর্মকর্তা ও রামসাগর উদ্যানের তত্ত¡াবধায়ক আব্দুল মান্নান জানান, শনিবার বিষয়টি জেনেছি। সাপটি দেখে মনে হচ্ছে বিষধর পদ্ম গোখরা। ওই বিষধর সাপটি নিয়ে আমরা বনে উন্মুক্ত করে দিবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও