আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর কলেজমোর একালার মৃতঃ নইমুদ্দিনের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক ব্যবসায়ীর ট্রাক থেকে সিমেন্ট আনলোড করার জন্য সে গাড়ির উপরে উঠেন। এসময় সিমেন্টের বস্তা মোড়ানো তিরপাল খুলতে গিয়ে পাঁ পিছলে পাঁকা সড়কের উপর পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বাবুলের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরন করেন। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত বাবুলের স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।