বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু, শিশুসহ আহত ২

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৯, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ
বিরলে সড়ক দূর্ঘটনায় মহিলার  মৃত্যু, শিশুসহ আহত ২

বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে সড়ত দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছেন আরও দুই জন। নিহতের পরিচয়ে জানা গেছে, তিনি উপজেলার শহরগ্রাম ইউপি’র পাঠশালা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী মনছুরা বেগম (৫০)।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে দিনাজপুর বালুয়াডাঙ্গা হতে পারঘাটা গামি ইঞ্জিন চালিত একটি পাগলুতে করে মনছুরা বেগম অন্যান্য যাত্রীদের সাথে বাড়ীতে ফিরছিলেন। পাগলুটি উপজেলার ধামইড় ইউপি’র নিজামপুর নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা সব যাত্রীই কম বেশী আহত হয়। স্থানীয়রা দ্রæত এগিয়ে এসে মনছুরা বেগমসহ শিশু সুমাইয়া আক্তার (৬) ও এলিনা আক্তার (১৮) কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এমএআর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মনছুরা বেগম মারা যায়। ঘটনার পর থেকেই পাগলুর চালক পলাতক রয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় রবিবার রাতেই নিহত মহিলা মনছুরা বেগমের আত্মীয় আনিছুর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে বিরল থানায় একটি মামলা নং-২৪ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পাগলুর চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত পাগলুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত