মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দালিখ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সকাল ১০টায় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী উপজেলা রিটার্নিং অফিসার মোঃ ডালিম সরকারের হাতে দিনাজপুর -২-বিরল বোচাগঞ্জ নিজ সংসদীয় আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণ মাধ্যম থেকে শুরু করে সারাদেশে নির্বাচণী আমেজ শুরু হয়েগেছে। মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য আলোচনা করছে না। কৃষকরাও মাঠে নিজেদের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করছে। বাংলাদেশে নির্বাচণী একটা ঝড় উঠে গেছে এই ঝড় কেউ থামাতে পারবে না। ৭ই জানুয়ারী নির্বাচন হবে এবং খুব উৎসব মুখর পরিবেশেই অংশ গ্রহন মুলক নির্বাচন হবে।