দিনাজপুরের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দিনাজপুরের অসহায়-শীতার্ত মানুষের প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের কৃতি সন্তান এনসিসি ব্যাংক লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. জাকির আনাম।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে দিনাজপুরের অসহায়-শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের কৃতি সন্তান মো. জাকির আনাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এনসিসি ব্যাংক লিমিটেড দিনাজপুরের অসহায়-শীতার্ত মানুষের শীত নিবারণের লক্ষ্যে শীতের কম্বল প্রদান করছে। এনসিসি ব্যাংক লিঃ শুধু বাণিজ্যিক ব্যাংকই নয়, এই প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে শিক্ষাসহ নানামুখী সামাজিক কর্মকান্ড পরিচালিত করে যাচ্ছে। তিনি বলেন, মানবতার সেবাই সবচেয়ে বড় ইবাদত। তাই আসুন শীতার্ত মানুষগুলোর কথা ভেবে তাদের পাশে নিজ নিজ অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে শীতার্ত মানুষের কষ্ট।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার এবং সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক রাহবার কবীর পিয়াল, ঢাকাস্থ দিনাজপুর সমিতির সহ-সভাপতি মো. আসফাকুর রহমান, রেনেসাঁ ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।