শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

দিনাজপুরে কমলা কান্ত রায় নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য ওই বৃদ্ধের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত সন্ধার পর দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত কমলা কান্ত রায়(৭০) দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামের মৃত দোমাসুচন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কমলা কান্ত রায় বৃহস্পতিবার সন্ধায় উত্তর গোবিন্দপুর বাজারে চা-পান খেয়ে বাড়ী ফিরছিলেন। ফসলি মাঠের আইল ধরে বাড়ি ফিরার পথে বানিয়াপাড়া এলাকার নির্জণ ফাকাঁ এলাকায় কে বা কারা তাকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় পথচারীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন প্রাথমিক অনুসন্ধান চলছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ কোতয়ালি পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও