ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ।
রবিবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জজকোর্ট চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু জাফর, সাধারণ সম্পাদক আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হেলাল প্রমুখ।
বক্তব্য শেষে ঠাকুরগাঁও শহরের ১৫০ জন অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।