রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা বিপদে আছি রাণীশংকৈলে আজ প্রতিক কাল ভোট

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৮, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে মোবারক আলী ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তফসিল অনুযায়ী ২২ আগষ্ট প্রতীক বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। অভিযোগ উঠেছে কিছু প্রার্থীর পক্ষে পাতিত্ব করার।
অভিযোগ সূত্রে জানাযায়, পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক রিটানিং কর্মকর্তা হিসাবে ১০ আগষ্ট তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের জন্য ২ জন পুরুষ ২জন মহিলা অভিভাবক সদস্য নির্বাচন করবেন। এলক্ষে রিটানিং কর্মকতা সীমান্ত কুমার বসাক স্বাক্ষরিত তফসিলে উল্লেখ্য রয়েছে ১৬ আগষ্ঠ মনোনয়ন বিতরণ ও জমাদান, ২১ আগষ্ঠ বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২২ আগষ্ট প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ, ৩০ আগষ্ট ভোট গ্রহন। নির্বাচনে ১২ জন অভিভাবক অংশগ্রনের জন্য মনোনয়ন গ্রহন করলেও চতুর শিক্ষা কর্মকর্তা ৪জনের মনোনয়ন বাতিল করে আরো ৩ জনকে প্রত্যাহার করান। গতকাল রবিবার বিষয়টি এ প্রতিনিধি নজরে আনলে তরিঘরি করে রিটানিং কর্মকর্তা ২৮ আগষ্ট বিদ্যালয়ে গিয়ে প্রতিক বরাদ্দ দিয়ে নির্ধারিত তারিখে ভোটের ব্যবস্থা করেন। যা নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।
এ ব্যপারে বিদ্যালয় প্রধান শিক্ষক আইটিএম একরামুল হক বলেন, তফসিল অনুযায়ী ভোট হচ্ছে কিন্তু ভোটের একদিন আগে প্রতিক বরাদ্দ এটা একটু গড়িমসি হয়েছে। তাছাড়া আমরা শিক্ষকরা তো বিপদে আছি আমাদের তেমন কিছু করার নেই। এটা রিটানিং কর্মকর্তার বিষয় স্যার আজকে আমাকে প্রাথীদের উপস্থিত করতে বলেছেন আমি তাদের খবর দিয়েছি।
সহকারি শিক্ষা কর্মকর্তা ও রিটানিং অফিসার সীমান্ত কুমার বসাক মুঠোফনে বলেন,সব ঠিকঠাকমতো হচ্ছে, প্রতিক বরাদ্দের একদিন পরে ভোট কেন জিজ্ঞসা করা হলে তিনি বলেন সেটা তেমন কোন বিষয় না। প্রার্থীদের সেভাবে আমি বলে দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী নির্বাচন হবে এটাই নিয়ম। নির্বাচনে কোন সমস্যা থাকলে রিটানিং কর্মকর্তা তফসিল পরিবর্তন করবেন। কিন্তু তড়িঘরি করে প্রতিক বরাদ্দ দেওয়াটা তিনি ঠিক করেনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমি জানি না যেহেতু আপনি বললেন অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বিরলে ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে ৫০০ জন রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ

সেতাবগঞ্জ প্রেসক্লাবে বন্ধ চিনিকল চালু করণ বে-সরকারী টাস্কফোর্স কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না

জেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বীরগঞ্জে সাতোর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইছাহাক নির্বাচিত

নাটাব’র উদ্যোগে ইমামদের সাথে মত বিনিময় সভায় আরএমও য²ায় সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

হাবিপ্রবি ক্যাম্পাসে একশো কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন-খাদ্য ও সুপেয় পানি সরবরাহ