দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এবার ২৭কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শশরা ইউনিয়নের কিসামত মাধবপুর ডাক্তারপাড়া এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায় ডিএনসির একটি চৌকস দল।এসময় কাঠের আলনার উপরে সুকৌশলে লুকানো অবস্থায ৩ টি প্যাকেটে রেপিং করা অবস্থায় গাঁজা উদ্ধার হয়,আটক করা হয় আসাদ বাবুকে। আসাদ বাবু শশরা ইউনিয়নের মৃত মহিদুর রহমানের ছেলে। তবে এ ঘটনায় পলাতক তার সহযোগী আব্দুর রহমান অরফে বুলু। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
এ ঘটনায আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায ডিএনসির ইন্সপেক্টর লোকমান হোসেন বাদী হয়ে মামলা করেছেন।