বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\প্রাণী সম্পদ অফিস এর তত্ত¡াবধানে,পঞ্চগড় জেলার বোদা বাজারের কাঁচাবাজার হাটিতে নতুন মার্কেট সেড নির্মাণ করা হবে। এজন্য বোদা বাজারের বর্তমান কাঁচাবাজার হাটিটি সাময়িক ভাবে অন্যত্র স্থানান্তর করা জন্য এবং নতুন স্থান নির্ধারণ করার জন্য বৃহস্পতিবার সকালে বোদা পৌর সভার আহবানে,পৌর সভা কার্যালয়েরর সভাকক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক পৌর মেয়র ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,আবুল কাশেম,বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ হো্সনে মির্জা,মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক,বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু বক্তব্য রাখেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ,সুধী বৃন্দ,রাজণেতিক নেতৃ বৃন্দ,পৌর কাউন্সিলরগণ ও পৌর সভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।