টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের
সাময়িক মূল্যায়নের সনদ ও পুরস্কার বিতরণ
এবং প্রাক বড় দিনের গেটটুগেদার
দিনাজপুরের প্রথম ক্যামব্রিজ ইউনিভারসিটি কর্তৃক অনুমোদিত ‘ও’ এবং ‘এ’ লেভেল স্কুল এন্ড কলেজ (ইংলিশ মিডিয়াম) এ প্রথম সাময়িক মূল্যায়নের সনদ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রাক বড় দিনের গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে আনন্দমুখর পরিবেশে।
দিনাজপুর টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মিঃ তুলেন হাসদাক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল পপি দাস হাসদাক বলেন, এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিনোদন মুখর পরিবেশে পড়াশোনা করছে। এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে তাদের কখনো অনিহা দেখা যায় না। পড়াশোনার পাশাপাশি বিনোদন তাদের মেধা বিকাশের সহায়ক ভূমিকা রাখছে। এজন্য আমরা বিভিন্ন সময় কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রিন্সিপাল মিঃ তুলেন হাসদাক বলেন, ধর্ম যার যার-উৎসব সবার- এই আদর্শকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রাপ-বড়দিনের গেটটুগেদার করছি। এসময় স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রুথ কিস্কু, মাসুদ, নেলসন এক্কাসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।