বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ঝালাই করার সময় সাগরিকা নামের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে কাহারোল বাজারে সিনেমা হল রোডের পাশে কোচ স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক।
তিনি বলেন, ফোনে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাঈদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও আমিনুল ইসলাম জনান, বৈদ্যুতিক ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশত বাসটিতে আগুন লেগে যায়।