বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ভোট গ্রহণের মধ্যদিয়ে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে দেশের ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করছেন নির্বাচন কমিশন(ইসি)। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ইতিমধ্যে ব্যাপক প্রচার -প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পোস্টারের মাধ্যমে তার ইউনিয়ন বাসীকে জানান দিলেন উন্নয়ন ও গণতন্ত্র শেখ হাসিনার মুলমন্ত্র। উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে নৌকায় ভোট দিন। আসন্ন মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আবারও নৌকার প্রার্থী হতে চান চেয়ারম্যান আহাতারুল ইসলাম চৌধুরী হেলাল। আওয়ামী লীগের ত্যাগী এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে নৌকার মনোনয়ন পেয়ে বিপুল সংখ্যক ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তাই তিনি উন্নয়নের জয়ধ্বনী বজায় রাখতে আসন্ন ইউপি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুনরায় নৌকার মনোনয়ন উপহার প্রার্থনা করেন এবং সেই সাথে তিনি মরিচা ইউনিয়ন পরিষদের সকল শ্রেনী পেশার সাধারণ ভোটারদের সহযোগিতা কামনা করেন। আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের সুদৃষ্টি ও অক্লান্ত সহযোগীতায় মরিচা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। আরও কিছু উন্নয়নমূলক কাজ দরকার,তাই সব উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে সকলকে পাশে থাকার আহবান জানান, আহŸান জানান নৌকার পাশে থাকার। পাশাপাশি সরকারের উন্নয়নে বিশ্বাসী, কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে এই উন্নয়ন বান্ধব সরকারকে এগিয়ে নিতে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের শরিক হওয়ার আহŸান জানান তিনি। এ ব্যপারে মরিচার মহল্লাগুলিতে বসবাসকারী বিভিন্ন বয়সের ভোটারদের কাছে মমতামত জানতে চাইলে অধিকাংশরাই বলেন, হেলাল চেয়ারম্যান বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মরিচা ইউনিয়নে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মহল্লায় নিয়মিতভাবে কাজের পরিদর্শন সহ শতভাগস্বচ্ছতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তার মাধ্যমে ইউনিয়ন পরিষদ কতৃক টুর্নামেন্টের আয়োজন,গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ, গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন বিতরণ, গ্রাম হবে শহর এ লক্ষ্যে প্রতি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ষ্ট্রিট লাইন স্থাপন,কাঁচা পাকা রাস্তা সংস্কার ও নির্মাণধীন কালভার্ট নির্মাণ তথা ইউনিয়ন অবকাঠামোগত উন্নয়ন সাধন, মাদকমুক্ত সমাজ গড়া, জঙ্গিবাদ ও অপপ্রচার সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ করা, অসামাজিক কার্যকলাপ ও দূর্নীতিমূক্ত সমাজ গঠনে যথেষ্ঠ ভূমিকা পালন করে ব্যপক পরিচিতি লাভ ও সুনাম অর্জন করেছেন। এধরনের পরিক্ষিত নেতাকে আবারোও দলীয় মনোনয়নে নৌকা প্রতিক দিলে শতভাগ জয় নিশ্চিত বলেও মতামত প্রকাশ করেন তারা।