বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি\ বাল্য বিবাহ দেওয়ার আয়োজন করার অপরাধে দিনাজপুরের বিরামপুরে বরের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কনের পরিবারের নিকট থেকে মুচলেকা গ্রহণসহ ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের চকপাড়া শাহিনপুকুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার এ কারাদন্ডাদেশ দেন।
কারাদন্ড প্রাপ্ত বর গোলাম মওলা(১৮) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। কনে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেলে উপরোক্ত দন্ডের আদেশ দেন।
এব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বয়স কম হওয়ায় তাদের অভিভাবক ও মেয়ের নিকট থেকে মুচলেকা গ্রহণসহ ৫হাজার টাকা অর্থদন্ড এবং বরের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। তারা যেন কখনো বাল্য বিবাহ না দেন। তবেই সমাজের উন্নয়ন সম্ভব।