বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তীব্র শীত কুয়াশায় শীত মোকাবেলায় হাজতীদের শীতবস্ত্র(কম্বল) প্রদান করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
২ জানুয়ারি, মঙ্গলবার হাজতখানায় গিয়ে তিনি হাজতীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে হাজতীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সদর কোর্ট ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: আব্দুল ওয়াহেদ,
জুডিসিয়াল ম্যাজিস্টেসির নাজির হামিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় হাজতীদের প্রত্যেককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং আদালত এলাকার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।