শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১২, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কূটনীতিক থেকে রাজনীতির মাঠে এসে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসন থেকে টানা চতুর্থ বারের মত নির্বাচত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই সাংসদ।
জানা যায়, আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ ডাক্তারপাডার বাসিন্দা। তিনি ১৯৪৩ সালের ২জুন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বিএ এবং ১৯৬৩ সাল এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি একই বিশ্ববিদ্যালযে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির শিক্ষক ছিলেন।
পরবর্তী সময়ে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের হয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে আওযামী লীগে যোগ দেন তিনি এবং আওযামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য হন। এরপর তিনি আওযামী লীগের আন্তর্জাতিক বিষযক উপকমিটির কো-চেযারম্যান হিসেবে ছিলেন।
২০০৮ সালের ৩১ ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয সম্পর্কিত সংসদীয স্থাযী কমিটির সভাপতি ছিলেন। ২০১২সালের ১৩ সেপ্টেম্বর তিনি নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযরে দায়িত্ব পান এবং ১৬ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত এ মন্ত্রণালযরে মন্ত্রী ছিলেন। ২০১৩ সালের ২১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালযরে মন্ত্রীর দাযত্বি পান তিনি। ২০১৪ সালের জানুযারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি পুনরায পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করেন।একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই সংসদ সদস্য।
২০২৪ সালের ৭ জানুয়ারীর নির্বাচনে দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী টানা চতুর্থ বারের মত নির্বাচিত হন। এবারও মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান বলে নিশ্চিত হওয়া গেছে।
দিনাজপুর-৪ আসনের এই সংসদ সদস্য অর্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকাসহ পুরো অঞ্চলে বইছে আনন্দের জোয়ার ও আনন্দ উৎসব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে নবগঠিত ছাত্রলীগ সাধারণ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ  নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বীরগঞ্জে দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে  হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা আকবরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে ধর্মসমাজ বিতর্কিত হতে বাধ্য -এমপি মনোরঞ্জন শীল গোপাল