মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে চোরের উপদ্রব বেড়েছে। একই রাতে তিন বাড়ীতে হানা দিয়ে মোটর সাইকেল-বাইসাইকেল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। উল্লেখ, শুক্রবার দিনগত রাতে চোরের দল আটোয়ারী থানার সন্নিকটে উপজেলা সদরস্থ ছোটদাপ গ্রামের জনৈক আঃ রাজ্জাকের বাড়ী হতে একটি টিভিএস মেট্রো ১০০সিসি মোটর সাইকেল ও একটি হিরো রেঞ্জার বাই সাইকেল এবং আধুনিক নিরাময় ক্লিনিকের জনৈক কর্মচারীর বাসা বাড়ির গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কাপড়-চোপড় তছনছ করে ঘরে রক্ষিত নগদ প্রায় ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চোরের দল ক্লিনিকের পাশ্ববর্তী বঙ্গবন্ধু ডাঙ্গীর হাট সরকারী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীনের বাড়ীতে হানা দেয়। এসময় গৃহকর্তা টের পেলে চোরের দল দ্রæত পালিয়ে যায়। উল্লেখিত চুরির বিষয় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানাকে অবগত করা হলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল সমুহ পরিদর্শন করেন।