রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জ উপজেলায় দিনব্যাপী কন্দাল ফসলের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৪, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) : পীরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মানসম্পন্ন উপায়ে কন্দাল ফসল উৎপাদন, বিপনণ ও রপ্তানিকরণ এর উপর দিনব্যাপি কৃষক কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) কন্দাল ফসল চাষের উপযোগী মাটি, জলবায়ু ও চাষের চাহিদার ওপর ভিত্তিতে দেশের আট বিভাগের নির্বাচিত জেলা উপজেলায় দেশের কৃষিতে ধান ও গমের পাশাপাশি কন্দাল জাতীয় ফসলের অবস্থান। আলু, মিষ্টি আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, কাসাভা, আলুসহ অন্যান্য কন্দাল জাতীয় ফসলের উন্নয়নে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কন্দাল প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের পাশাপাশি স্থানীয় জাত ও নিজেদের চাষের ফসল ব্যবহার, ছত্রাক ও ব্যাক্টেরিয়ার আক্রমণজনিত মহামারি, সর্বোপরি বীজের উচ্চ মূল্য, আলুর উৎপাদন বাড়ানো ও হিমাগার স্থাপন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: সাইফুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে জনাব মো: আলাউদ্দিন শেখ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার লায়লা আরজুমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান লিমাসহ আরও অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত