বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ১ (বীরগঞ্জ – কাহারোল) আসনে স্বতন্ত্র প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: জাকারিয়া জাকা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
১৭ (জানুয়ারি) ২০২৪ ইং বুধবার দুপুরে বীরগঞ্জ পৌরশহরের বলাকা মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আন্তরিক অভিনন্দ ও ফুলেল শুভেচছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ
ডা: মো: শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আফরোজ সুলতানা (লুনা),মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, মেডিকেল অফিসার, ডাঃ মোঃ আজাদ রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আরিফ মাহামুদ,
স্বাস্থ্য সহকারী বিমল রায়, মোঃ মোশেদুজ্জামান সহ প্রমুখ।