লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১শ গ্রাম গাঁজা সহ হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় হাজীপুর ইউনিয়নের গোগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা সহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী দৌলতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল ওয়াবের ছেলে ।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক সবুজ চন্দ রায় ঐ এলাকায় অভিযান চালায়। হৃদয়কে গাজা ক্রয় বিক্রয় করার সময় হাতে নাতে ১শ গ্রাম গাঁজা সহ আটক করেন । তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। হৃদয় একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।