মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চুরি যাওয়া গরু খুঁজে পেতে ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছেন গরুটির মালিক। থানায় অভিযোগ দিয়েও গরু উদ্ধার না হওয়ায় লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পাড়ায় পাড়ায় পোস্টার লাগিয়েছেন তিনি।

জানা গেছে, গত ৩১ জানুয়ারি বীরগঞ্জ পৌরশহরের কলেজপাড়ার মোহাদ্দেজের খামার থেকে ফ্রিজিয়ান জাতের একটি গাভী চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাভী উদ্ধার করতে প্রথমে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এতেও গাভীটি উদ্ধার না হওয়ায় তিনি পোস্টার তৈরি করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লাগিয়ে দেন এবং গাভীটির সন্ধান দিতে পারলে নগদ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে গেলেই চোখে পড়বে দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে গাভী চুরির বিজ্ঞপ্তি। পোস্টারটিতে লেখা আছে গাভী চুরির বিজ্ঞপ্তি, বীরগঞ্জ কলেজপাড়ায় অবস্থিত গাভীর খামার থেকে একটি ২ দাঁত বয়সের ফ্রিজিয়ান গাভী গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার পরে চুরি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গাভীটির সন্ধান দিতে পারেন, তাহলে ওই ব্যক্তিকে নগদ এক লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

বীরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা অনেকেই বলেন, আমরা এই প্রথম এ রকম একটি পোস্টার দেখলাম। যেখানে চুরি হয়ে যাওয়া গরুর মালিক নিজেই বিজ্ঞপ্তি দিয়েছেন। গাভী চুরির বিজ্ঞপ্তির নিচে লেখা আছে- ফ্রিজিয়ান জাতের গাভীটি বাসা থেকে হারিয়ে গেছে। সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেবেন গরুর মালিক।

চুরি হয়ে যাওয়া গাভীর মালিক উপজেলার বলাকা মোড়ের আফজালুর রহমানের ছেলে মোহাদ্দেজ বলেন, শখের গাভীটি চুরি হয়ে যাওয়ায় আমিসহ বাসার সবারই মন খারাপ। পরিবারের লোকজন মিলে এক বছর ধরে ফ্রিজিয়ান জাতের গাভীটি লালন-পালন করেছি। হঠাৎ করে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে বাসা থেকে গাভীটি চুরি হয়ে যায়। গাভীটি চুরি হয়ে যাওয়ার পরে আমি থানায় একটা লিখিত অভিযোগ দেই ।

থানায় অভিযোগ দেওয়ার পরও আপনি কেন পোস্টার তৈরি করে হাটে-বাজারে লাগালেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , কিছু দিন আগে বাসা থেকে স্ত্রীর গহনাও চুরি হয়ে গেছে। সেটার জন্য থানায় মামলা করেছি। চুরির সিসিটিভি ফুটেজ আছে, সেই চোরকে আজও ধরতে পারল না পুলিশ। এজন্য আমি একটি লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়েছি, তবুও যদি আমার শখের গাভীটি পাওয়া যায়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গাভী চুরি নিয়ে থানায় মামলা হয়েছে। গাভী চুরি নিয়ে পোস্টার ছাপানো হয়েছে কিনা তা আমার জানা নেই। কেউ যদি গাভী চুরির বিষয়টি নিয়ে পোস্টার ছাপায় বা মাইকিং করে, সেটা তার ব্যক্তিগত বিষয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

ঠাকুরগাঁওয়ে স্কুল সভাপতির বিরুদ্ধে টাকা আত্নসাৎতের অভিযোগে সংবাদ সম্মেলন

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

আটোয়ারীতে মাদক সহ ১ নারী আটক

পীরগঞ্জে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন !

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে নাবালিকার গর্ভপাত করানোর চেষ্টা! মোঃ মজিবর রহমান শেখ,,v