বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

জানা যায়, গত বুধবার রাত্রী পৌনে ১১ টারদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়পলাশবাড়ী ইউপি’র ঝিকড়া(দলুয়া)গ্রাম থেকে ৬’শ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই মাদক চোরাকারবারি হলেন, বালিয়াডাঙ্গী থানাধীন বড়পলাশবাড়ী ইউপির ঝিকড়া(দলুয়া) গ্রামের সামছুল হকের ছেলে হারুন অর রশীদ(৪০) ও শামসুদ্দিনের ছেলে মোঃ আবু সাইদ (২৪) ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, গ্রেফতারকৃত এ দুই মাদক ইয়াবা ব্যবসায়ী ও চোরা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও