দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ ফেব্রæয়ারী মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মোঃ নাঈমুল এহসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান ,দিনাজপুর পৌরসভার কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।