শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাস্ত্রীয় সংগীতের পর এবার সুরের আকাশের উদ্দ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর নতুন চমক “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠিত হবে ২রা মার্চ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ

শাস্ত্রীয় সংগীতের পর এবার সুরের আকাশের উদ্দ্যোগে
বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এর নতুন চমক
“তুমি সুর-আমি কথা” অনুষ্ঠিত হবে ২রা মার্চ
দিনাজপুরে ইতিপূর্বে শাস্ত্রীয় সংগীতে আলোড়নকারী বিশিষ্ট কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ এবার সুরের আকাশের আয়োজনে নতুন চমক নিয়ে তারই সুরারোপিত আধুনিক গানের অনুষ্ঠান “তুমি সুর-আমি কথা” নিয়ে আগামী ২রা মার্চ শনিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিয়ে মোর প্রাণে” শীর্ষক একঝাঁক দিনাজপুরের বিশিষ্ট কন্ঠশিল্পীদের সমন্বয়ে এবং বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ সুরারোপিত আধুনিক গানের অনুষ্ঠান “তুমি সুর-আমি কথা” ইতিপূর্বের শাস্ত্রীয় সংগীত দিনাজপুরের সংগীত পিপাসুদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক এবারেও আধুনিক গানের অনুষ্ঠান “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠানটি নতুন চমক সৃষ্টি করবে। বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ বলেন, এই অনুষ্ঠানে রেডিও ও বেতার শিল্পী ছাড়াও দিনাজপুরের বিশিষ্ট সংগীত শিল্পীরা আমার নিজের সুরারোপিত আধুনিক গান পরিবেশন করবেন “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠানে। দিনাজপুরের সকল সংগীত পিপাসু গন্যমান্য ব্যক্তিবর্গকে আগামী ২রা মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত