বিকাশ ঘোষ, (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহণমূলক পলিসি ডায়ালগ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয় পরিষদের হলরুমে হলরুমে রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেক্স/ ইপার এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও ইএসডিও এর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুনের সঞ্চালনায় ইউপি সদস্য, স্থানীয় সুধী সমাজের ব্যাক্তিবর্গ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন