শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাহিলি অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। হিলি সীমান্তের শূণ্য রেখা পরিদর্শন শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হলরুমে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ব্যাপক সম্ভাবনা থাকার পরও হিলি স্থলবন্দর দিয়ে দিন দিন সংকীর্ণ হয়ে আসছে আমদানি রফতানি বাণিজ্য। কয়েক মাস আগেও যেখানে প্রতিদিন দেড় থেকে ২০০ পণ্যবাহী ট্রাক আমদানি হতো। এখন তা কমে দাঁড়িয়েছে গড়ে ৫০-৬০ ট্রাকে। রফতানিও প্রায় শূন্যের কোটায়।
সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, দিনাজপুর চেম্বার অফ কর্মাস এর সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডি এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি শ্রী রাজেশ আগারওয়ালা পাপ্পু, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার,হিলি-তুরা করিডোর বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা: নব কুমার দাস ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম,পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক ও ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রæপের সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিসসহ বেশ কিছু সমস্যার কারণে ভারতে পণ্য রফতানি করতে পারছি না। তাছাড়া আরও সমস্যা রয়েছে, সে বিষয়গুলো আমরা সহকারী হাই কমিশনারকে জানিয়েছি। তিনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।সহকারী হাইকমিশনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করবেন বলে আমাদের জানিয়েছেন।
বৈঠক শেষে ভারতীয় সহকারী হাই-কমিশনার মনোজ কুমার সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এসম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।হিলিতে এসে অনেক ভালো লাগলো। হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি রফতানি বাণিজ্য অনেকটা কম হচ্ছে, কেন কম হচ্ছে এ বিষয় নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা শুনেছি। বিশেষ করে ভারতের অভ্যন্তরে কোয়ারান্টাইন অফিসসহ কিছু সমস্যা রয়েছে।দুদেশের ব্যবসায়ীসহ সিএন্ডএফ এজেন্টদের ভারত অভ্যন্তর ওয়্যার হাউজ, ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা শুনলাম। তাদের সমস্যাগুলোর বিষয়ে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রæত সম্ভব সমাধান করা হবে।
এর আগে মনোজ কুমার জিরোপয়েন্টে গিয়ে ভারতীয় কাস্টমস,বিএসএফ ও বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এরপর বিকেলে সড়ক পথে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেন তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে গাড়ী যোগে হিলি ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে আওয়ামীলীগ থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও মানববন্ধন।

আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

আটোয়ারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বিরল বাজার বণিক সমিতির কমিটি গঠন

সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

পীরগঞ্জের বিকাশ ব্যবসায়ী ইসাহাককে যেভাবে হত্যা করে ছিনতাইকারীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্কুল শিক্ষার্থীদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

ঠাকুরগায়ে ৫২ হাজার তালগাছ রোপণ করেছেন খোরশেদ আলী

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- এমপি মনোরঞ্জন শীল গোপা