শুক্রবার , ১ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মাঝে জার্র্সি বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগান নিয়ে সম্প্রতি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমির পথচলা শুরু হয়েছে। শাতাধীক ছাত্র-ছাত্রী প্রশিক্ষনার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করছে। বুধবার (২৮ ফেব্রæয়ারি) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষনার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাছুম বিল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী, খেলা পরিচালক তারেক হোসেন চৌধুরী(মুক্তা),খেলার সহকারী কোচ, সহকারী শিক্ষক অপু প্রমুখ। নতুন জার্সি পেয়ে প্রশিক্ষনার্থীরা আনন্দ প্রকাশ করেছে। প্রধান অতিথি বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। কেবল মাত্র খেলাধুলাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে। যে ফুটবল একাডেমি চালু করা হয়েছে তা প্রশংসনীয়। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। এসব খেলোয়ারদের পাশে থেকে কিছু করতে পারলে এবং তাদের উৎসাহ দিতে পারলে এটাই একমাত্র পাওয়া। জয় হোক খেলোয়ারদের। যারা মাদকের হাত থেকে বাঁচতে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মেতে আছেন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ-সম্পীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন রচিত হয়। মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আলোচনা ও জার্সি বিতরণের পর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের সুবিধার্থে ছেলে-মেয়েদের জন্য পৃথক পৃথক ভাবে ওয়াস রুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার-এমপি গোপাল

সেণ্ট যোসেফ স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয়া সিস্টার পিয়া ফারনানদেজের মৃত্যু বার্ষিকী পালন

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁওয়ে স্বামীর টাকা চুরি করে স্ত্রী পলাতক — থানায় অভিযোগ ।

চলে গেলেন পঞ্চগড়ের ১৪৪ বছর বয়সী প্রবীণ চান মিয়া

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনে মৃত্যু ৬, শনাক্ত ৯৪

বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামীলীগ ৪ স্বতস্ত্র ২