বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রতিভাবান ক্রীড়া সংগঠক, ক্রীড়া শিক্ষক মরহুম ফিরোজ্জান স্মৃতি ৮ম টি-২০ ক্রিকেট লীগ-২০২৪ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম(সেতাবগঞ্জ বড়মাঠ) এ উদ্বোধন করা হয়েছে। ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ফিরোজ্জান স্মৃতি ৮ম টি-২০ ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক আবু তাহের মোঃ মেসবাহুল করিম এর সভাপতিত্বে ও সদস্য সচীব শেখ সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ডালিম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, থানা ভারপ্রপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাশেল প্রমুখ। উদ্বোধনী খেলায় উত্তর কৃৃষ্ণপুর এর সাথে সেতাবগঞ্জ প্রতিচ্ছবি ডিজিটাল এর খেলা অনুষ্ঠিত হয়।