খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরেরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে পূবালী ব্যাংক পিএলসির ১৯৪তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে৷
মঙ্গলবার সকালে পাকেরহাট এ্যাপোলো চৌধুরী মার্কেটে অবস্থিত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতেই পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট ব্যাংকিং সেবা সারাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে পূবালী ব্যাংকের শাখা ও উপশাখা খোলা হচ্ছে। পাকেরহাটে যাত্রা শুরু হওয়া এই উপশাখা স্থানীয় গ্রাহকবৃন্দের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
পূবালী ব্যাংক পিএলসির নীলফামারী শাখার ব্যবস্থাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, জহুরা গ্রæপের চেয়ারম্যান আব্দুল হান্নান, পাকেরহাট উপশাখার ব্যবস্থাপক মিঠুরাম রায় প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি, গ্রাহক, ব্যবসায়ীসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।