বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান কোয়েল।
বুধবার দিনাজপুর শহরের লায়ন্স ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ ডিসি রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌঃ আবু আহমেদ জাফরুল্লাহ্, আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, সহ-সাধারন সম্পাদক এবিএম লাবিবুল ইসলাম লাবু, মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক সুবাস চন্দ্র বর্মন প্রমুখ। মতবিনিময় সভায় দিনাজপুরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।