বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করেন। র্যালীতে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি এনজিও কর্মীরা অংশ নেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি প্রোগ্রামের সহকারী আফসানা হক, ব্রাক বীরগঞ্জ শাখার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম , ওয়াল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপি”র ম্যানেজার রবার্ট কোমল সরকার, গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ শাখার ম্যানেজার সৃজল তিস্তা সহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর উন্নয়ন ও কর্মসংস্থানে নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা আজ ঘরে বসে নেই। তারা ঘরে ও বাইরে পুরুষদের পাশাপাশি বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে।