শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে রোজার আগেই আলু, পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৯, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ২০ থেকে ২৫ টাকা। আলুচাষিদের স্বস্তি দিতে দুই সপ্তাহ থেকে আলুর দাম বাড়ছে। গত সপ্তাহে বাজারভেদে ৩৫-৪০ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম গতকাল শনিবার ছিল ২০ থেকে ১৫ টাকা।
পৌরসভার দৈনিক বাজার,বলাকা মোড় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি বাজার ঘুরে আলুর দামের এ ব্যবধান দেখা গেছে। এক মাসের ব্যবধানে দৈনিক বাজারে আলুর দর বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। ব্যবসায়ীরা মনে করছেন, হিমাগারে আলু সংরক্ষণ খরচ, কৃষকের উৎপাদন খরচসহ মুনাফা ধরে আলুর বর্তমান দর ঠিক আছে।
আলুর মতো বেড়েছে পেঁয়াজ ও আদার দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম তিন টাকা ও আদার দাম ৩০ টাকা বেড়েছে। গতকাল দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা বিক্রি হচ্ছে।

রমজান মাসের আগেই আলু ও পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দেশী জাতের যে আলু গত শনিবার (২ মার্চ) বিক্রি হয়েছে প্রতিকেজি ৩০ টাকা দরে, সেগুলোই শনিবার (৯ মার্চ) বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আর ২৫ টাকা কেজি দরের গোল আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ক্রেতারা বলছেন, রমজানের মাসের আগেই আলু দাম বাড়ায় তারা শঙ্কিত। বিক্রেতরা বলছেন, কৃষকের ঘরে আলুর মজুদ কমে আসছে। তাই বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে।

দৈনিক বাজারে আজ সকালে আলু কিনতে আসেন শ্রমজীবী( রিকশা চালক) আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ‘সামনে পবিত্র রমজান মাস। হঠাৎ করেই কেন যেন আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেলো। গেলো সপ্তাহে প্রতিকেজি গোল আলু কিনি ২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ ৮০ টাকা। আর আজ সকালে বাজারে এসে দেখি ওই আলুই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৫ -৪০ টাকা কেজি দরে। রমজানের আগেই যদি কেজিতে ১০ -১৫ টাকা বাড়ে, তাহলে রমজান মাসে যে কত বাড়বে, তা বলা মুশকিল।’

সাধারণ ক্রেতা মো. রমজান বলেন, ‘আলু একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। সব তরকারিতেই আলুর ব্যবহার করতে হয়। আমি কাঠিলাল (লম্বা) জাতের আলু কিনি। গত শনিবার প্রতিকেজি আলু কিনি ২৫ টাকা কেজি দরে। আর আজ শনিবার প্রতিকেজি কাঠিলাল আলু কিনতে হলো ৩০-৩৫ টাকা কেজি দরে।’

রমজান আরও বলেন, ‘বিক্রেতরা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় নাকি আলুর দাম বেড়েছে। রমজান মাসে নাকি আলুর দাম আরও বাড়তে পারে।’

পৌরসভার দৈনিক বাজারের আলু, পেঁয়াজ সবজী বিক্রেতা মো.মোজাম্মেল হক বলেন, ‘পাইকারি কিনতেই আলুর দাম বেশি পড়ছে। আাগে কাঠিলাল আলু ২৮ টাকা কেজি দরে কিনে ৩০ টাকায় বিক্রি করি। আর দেশী আলু ৩৫ টাকা কেজি দরে কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করি। কিন্তু এখন কাঠিলাল আলু কিনতে হচ্ছে ২৮ টাকা কেজি দরে। বিক্রি করছি ৩০ টাকা কেজি দরে। আর দেশী আলু ৩০ টাকা কেজি দরে কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।’

সবজী বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, পেঁয়াজের পাশাপশি আলু সহ বিভিন্ন সবজির দাম চড়া। পেঁয়াজ আমদানি হলে দাম কমতে পারে। বর্তমানে ‘ধীরে ধীরে কৃষকেরা ঘরে আলুর মজুদ কমে আসছে। তাই সরবরাহ কমে যাচ্ছে বাজারে। আমাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সরবরাহ কমে গেলে আলুর দাম আরও বাড়তে পারে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে আদালতের রায়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আলোচিত জোড়া লাগানো জমজ মনি মুক্তা আজ ১৪ বছরে পা দিল

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

হরিপুরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

অগ্নিকাণ্ডে পুড়ল মোহাম্মদ আলীর স্বপ্ন

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেশ সেরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আটোয়ারীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা