পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে হাড়জোড়, বাতব্যথা ও নাক, কান, গলা বিষয়ক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবায় চিকিৎসা পত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এসময় ২৬৬ জন দরিদ্র রোগিকে চিকিৎসা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের বিশেষজ্ঞ সার্জন ডাঃ ডাক্তার বিপুল চন্দ্র রায় ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর নাক, গান, গলার বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ শীতল চন্দ্র পাহান। স্বাস্থ্য ক্যাম্প পরির্দশন করতে আসেন পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ রাজারামপুর এর অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। ক্যাম্পটির উদ্বোধন করেন ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সবসময় ডাক্তারের পরার্মশ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করবেন তাহলে দ্রæত সুস্থ্য হওয়া সম্ভব। এই ইউনিয়নে পল্লীশ্রীর স্বাস্থ্য কার্যক্রম ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ মা ও শিশু কল্যান কেন্দ্র রয়েছে সেখানেও সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয়। আপনারা সেখান থেকেও স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারেন।
এসময় সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুরের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ক্যাম্প ও কর্মসূচীর স্বাস্থ্যসহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে আগত অতিথিদের অবগত করেন। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও রোজিনা খাতুন এবং স্বাস্থ্য কর্মীসহ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ ও পল্লীশ্রী রাজারামপুর ইউনিটের ঋণ ও আয়বৃদ্ধি মুলক কর্মসূচীর ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।