শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার দিনাজপুরে কালোজিরা চাষ শুরু হয়েছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৫, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

ভালো দাম এবং লাভজনক ঔষধি গুনাগুন সম্পন্ন মসলা জাতীয় ফসল কালোহিরা নামে খ্যাত কালোজিরা এবার দিনাজপুরে চাষ শুরু হয়েছে। দিনাজপুরের মাটি এই মসলা জাতীয় পণ্যটির আবাদের জন্য উপযোগী। বিভিন্ন ফল-ফসলসহ মসলা জাতীয় ফসলে স্বনির্ভরতা অর্জনে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সরকার কৃষকদের আর্থিক সহায়তা, প্রণোদনাসহ পরামর্শ প্রদান করে যাচ্ছে। এই কালোজিরা চাষে মসলার উন্নতজাত ও প্রযুক্তি স¤প্রসারণ প্রকল্প স্মার্ট কৃষি ব্যবস্থা বিনির্মাণে অগ্রণীর ভূমিকা রাখবে। বারি কালোজিরা-১ এর তেলও অত্যন্ত পুষ্টিকর, ঔষধি। সরকারের মসলার উন্নতজাত ও প্রযুক্তি স¤প্রসারণ প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরলে ৩০ শতক জমিতে বারি-১ জাতের কালিজিরার চাষ শুরু হয়েছে।
প্রথমবারের মতো দিনাজপুরের বিরলের তিনটি ইউনিয়নের তিনজন কৃষক স্থানীয় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তত্ত¡াবধানে এই কালোজিরা চাষ করছেন। গাছে গাছে ফুল ফুটেছে এবং গাছের অবস্থা দেখে মনে হচ্ছে ফলনও ভালো পাবো বললেন বিরলের শহরগ্রামের কৃষক হরপতি দেব।
কৃষক হরপতি দেব বলেন, শহরগ্রামে ১০শতক জমিতে বারি-১ জাতের কালিজিরা রোপন করেছি। গাছগুলো বেশ ভালই হয়েছে।এই প্রথম এই মসলা জাতীয় ফসলের আবাদ করছি। কালিজিরার ক্ষেতগুলো বড় হতে শুরু করেছে। এক্ষেত্রে কৃষি বিভাগের মাঠকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছে বলে জানান। ফলন পাওয়ার পর লাভজনক হবে আশা করছি। ভবিষ্যতে আরও বেশী জমিতে চাষ করবো।
আরেক কৃষক ফারুক বলেন, বিরলের রানীপুকুর ইউনিয়নের ১০শতক জমিতে কালিজিরা রোপন করেছি। আশা করছি ভালো ফলণ হবে।
বিরল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী বলেন, মসলার উন্নত জাত ও মসলার আবাদ বৃদ্ধিতে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। এবছর বিরলের তিনটি ইউপির তিনজন কৃষক ৩০ শতক জমিতে বারি-১ এক জাতের কালিজিরা আবাদ করছে। মাঠের অবস্থা এখন পর্যন্ত অত্যন্ত আশাব্যঞ্জক।
বিরুল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, দিনাজপুরের মাটি এই মসলা জাতীয় পণ্যটির আবাদের জন্য যথেষ্ট উপযোগী। সরকার কৃষকদের আর্থিক সহায়তা, প্রণোদনাসহ পরামর্শ প্রদান করে যাচ্ছে। বারি কালোজিরা-১ এর জীবনকাল ১৩৫দিন থেকে ১৪৫দিন এবং এর উচ্চতা ৫৫-৬০মিটার পর্যন্ত হয়ে থাকে। বারি কালোজিরা-১ এর তেল অত্যন্ত পুষ্টিকর, ঔষধি।
উল্লেখ্য, সবাই কমবেশি জানে পাঁচফোড়নের অন্যতম উপাদান হচ্ছে কালিজিরা। এতে তৈল জাতীয় ফেটিক এসিড থাকে।বাংলাদেশ কৃষক পর্যায় ফসলটি ফলন করে ৬০০ থেকে ৭০০কেজি। ঔষধি গুনাগুন সম্পন্ন এবং অ্যারোমেটিক অর্থাৎ সুগন্ধিযুক্ত।
জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন, দেশের কাতারে সামিল হতে গেলে উন্নত কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সেজন্যই সরকার স্মার্ট কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। মসলার ক্ষেত্রে আমাদের বিদেশ নির্ভরতা অনেক বেশি। তাই মসলা জাতীয় ফসল দেশে উৎপাদনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে জেলার ১৩টি উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি স¤প্রসারণ প্রকল্পের আওতায় কালোজিরাসহ বিভিন্ন জাতের মসলার উন্নত জাতের আবাদ শুরু হয়েছে। প্রতিটি উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে দায়িত্বশীল হয়ে ভূমিকা রাখছেন। আমরা আশা করছি মসলার উন্নত জাত ও প্রযুক্তি স¤প্রসারণ প্রকল্প স্মার্ট কৃষি ব্যবস্থা বিনির্মাণে অগ্রণীর ভূমিকা রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

ভাই বোনের রক্ত দানে বেঁচে গেল মুমূর্ষু রোগীর প্রাণ

খানসামায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সেতাবগঞ্জ মহিলা সমিতির নির্বাচনে নারগিস-কামনা প্যানেল বিজয়ী

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

নিজ মেয়ের বাল্যবিয়ে দিয়ে কারাগারে ইউপি সদস্য-বাবা

৩৩ বছরের দূর্ভোগ রাউতনগর-রসুনপুর ভাঙা সেতু অবশেষে অবসানের পথে

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

বিনম্র শ্রদ্ধায় রাণীশংকৈলে পালন অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পঞ্চগড়ে বিশ্ব যক্ষা দিবস পালিত