রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ নকীব মন্ডল সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি গোল্ডেন পেয়ে, মেডিকেলের জন্য অনেক কঠোর পরিশ্রম করে পড়াশুনা করছিল। মেডিকেলে অল্প র্মাকের জন্য মিস করেছিল তাতে মন ভেঙ্গে যায়। তার পরে মেডিকেলের গন্ঠি পার করার ভাগ্য না দিলেও ঢাকা ডেন্টাল কলেজে ৭২তম মেধা তালিকায় পড়াশুনা করার সুযোগ পেয়েছি। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেনো এই দেশ এবং এই দেশের মানুষের কাজে আসতে পারি। রাণীশংকৈল ঈদগাহ মাঠের পার্শ্বেই বাড়ী,বাবা নুর নবী একজন টিভি মেকার মা লাভলী বেগম একজন গৃহীনি তাদের স্বল্প আয়য়ের মধ্যে দিয়ে ছেলের পড়া শুনার খরচ যোগাড় করে ছেলের ইচ্ছা অনুযায়ী একজন ভালো চিকিৎসক হয়ে এলাকার সেবা করতে পারে। পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন- দেশে মেধার মূল্য থাকবেই, তাছাড়া নকিব তার প্রতিভাকে কাজে লাগিয়ে তার মা বাবার স¦প্ন পুরন করবে বলে আমি আশা বাদী।