হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে হরিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে আলোচনা করেন,ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ওসি আব্দুল লতিফ শেখ , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পালসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।