দিনাজপুর শহরের এনায়েতপুরে অবস্থিত তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে শনিবার আয়োজিত ইফতার পূর্ব এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তালেব। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লালবাগ ২নং জামে মসজিদের খতিব হাফেজ মো. আতিকুর রহমান হীরা ইবনে আবু তাহের বর্ধমানী। প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, মহান আল্লাহ বছরে একমাস আমাদের জন্য রমজান পাঠিয়েছেন অনেক নেয়ামত দিয়ে। আমরা রমজানের ফজিলত যতই কায়েম করব, ততই আমাদের কল্যাণ সাধিত হবে। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু তালেব একাডেমী ও হিফজখানা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা পরিচালনা করেন তা’লীমুল কুরআন একাডেমী ও হিফজখানার সম্পাদক এস এম আবেদুর রহমান। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে একাডেমীর সুপারিনটেন মুহতামিম হাফেজ মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হালিম, মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান আলী ছায়েদ, লেখক-গবেষক আজহারুল আজাদ জুয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।