মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থেকে ভিজিএফ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। এসময় ৫নং-ছাতইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর রহমান, ইউপি সদস্য বলরাম দেবশর্মা সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে মোট ৪৬২২ জন মানুষের প্রত্যেককে সচ্ছতার সাথে ১০ কেজি করে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও যথাসময়ে মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে আমার ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষ অত্যন্ত আন্দিত। আমি মানণীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রধামন্ত্রীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।