ঈদের নামাজের জন্য প্রস্তুতি চলছে ঈদগাহ মাঠে
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাতের জন্য চলছে প্রস্তুতি। উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়ে এবারও থাকছে দুরদুরান্তের মুসুল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস। এখন সৌন্দর্য বাড়াতে মিনার সংস্কার, রং করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভরাটসহ আনুষঙ্গিক কাজ চলছে। এ জন্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়াও ঈদের নামাজে আসা মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
মাঠের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় নির্মাণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার। সিসিটিভি স্থাপনের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। মাঠের আরেকটি অংশে বেড়া দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ।এছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে ১৯টি তোরণ। শহরের প্রবেশমুখ এবং মিনারে যাওয়ার রাস্তায় তৈরি হচ্ছে তোরণ। মুসল্লিদের জন্য মাঠে ওজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নামাজের সময় বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর। লাগানো হচ্ছে শতাধিক মাইক। এছাড়া র্যাবের জন্য তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ার ও সাংবাদিকদের জন্য বিশেষ মাচা। ঈদের দিন দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলাসহ দুরদুরান্তের মুসুল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে পার্বতীপুর থেকে সেতাবগঞ্জ পর্যন্ত দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে।
দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসন, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সার্বক্ষণিক তত্ত¡াবধানে গত ২০দিন ধরে মিনারের সংস্কার ও মাঠের পরিচর্যার কাজ চলছে। প্রস্তুতি শেষের দিকে।
রবিবার মাঠ পরিদর্শনের পর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন,ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পুলিশের ড্রোন দিয়ে সাড়া মাঠ পর্যবেক্ষনে রাখা হবে।মাঠের আশপাশে সক্রিয় থাকবেন সাদা পোশাকে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া মাঠের নিরাপত্তায় নির্মিত হচ্ছে চারটি বড় পর্যবেক্ষণ টাওয়ার। ট্রাফিক ব্যবস্থা থাকবে শহরজুড়ে।
উল্লেখ্য, ঐতিহাসিক দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানের পশ্চিম প্রান্তে ২০১৫সালে এ ঈদগাহের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দেড় বছর পর এটি নামাজের জন্য পুরো প্রস্তুত হয়। ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুইধারে ৬০ফুট করে দুটি মিনার, মাঝে দুটি মিনার ৫০ফুট এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ ৫১৬ফুট। প্রত্যেকটি গম্বুজে রয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। মিনার দুটির উচ্চতা ৫০ফুট, যে মেহরাবে খতিব বয়ান করবেন সেটির উচ্চতা ৫০ফুট। ৫২টি গম্বুজ ২০ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট।