বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদায় দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকালে ভার্চৃুয়ালি ঢাকা থেকে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে জেলা বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে গৃহ পালিত পুশু পাখির প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরতে স্টলের মাধ্য উন্নত জাতের গৃহ পালিত পুশু পাখির প্রদর্শন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় পৌর মেয়র আজাহার আলী, জেলা প্রাণীসম্পদ দপ্তরের অতিরিক্ত উপ পরিচালক অমল কুমার, বোদা উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মুহাম্মদ আব্দুল সোবাহান বক্তব্য রাখেন। পরে সেরা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।